সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১১:২৬ এএম
সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি।

শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। 

প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।

তিনি বলেন,নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মূখ্য ভূমিকা লাগবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিতে হবে, সরকারি কর্মকর্তাদের সাহায্য নিতে হবে,প্রশাসনের সাহায্য নিতে হবে, আমরা যথা সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তারিখের বিষয়ে জানতে পারবে আপনারা।

পিএস

Link copied!