সরকার বাণিজ্য সক্ষমতা বাড়াতে কাজ করছে : বশিরউদ্দীন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:১৯ পিএম
সরকার বাণিজ্য সক্ষমতা বাড়াতে কাজ করছে : বশিরউদ্দীন

ঢাকা : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধিসহ বাণিজ্য সক্ষমতা বাড়াতে কাজ করছে। দ্বি-পাক্ষিক বাণিজ্যে যতগুলো দেশের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব, ততগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হলরুমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘মিটিং উইথ জাম কামাল খান ও শেখ বশিরউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ বসির উদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আশা করছি ব্যবসায়ীরা তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, ‘‘আমরা দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। যার মধ্যে দিয়ে দুই দেশের মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা আমাদের চ্যালেঞ্জ জানি, এবার আমাদের সামনে এগোতে হবে।’’

তিনি বলেন, ‘‘দুই দেশের মানুষ একে অপরকে জানে, একে অপরের সংস্কৃতি সম্পর্কে অবগত। আমরা যদি একটি সঠিক ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করতে পারি তাহলে অবশ্যই ব্যবসা-বাণিজ্য অগ্রগতি হবে। তবে, এর জন্য জয়েন্ট ভেঞ্চার কোলাবরেশন বাড়াতে হবে।’’

বৈঠকে ব্যবসায়ী নেতারা চট্টগ্রামের সঙ্গে করাচির সরাসরি বিমান পরিবহন ও সামুদ্রিক জাহাজে পণ্য পরিবহণ চালু করা এবং শিপ বিল্ডিং খাতে সহযোগিতার মাধ্যমে দুই দেশের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে বলে অভিমত ব্যক্ত করেন তারা।

Link copied!