ছবি: সংগৃহীত
ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছে, তাদের মধ্যে ১৫ জন ঢাকায় সেনা হেফাজতে আছে। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য জানিয়েছিলাম, এর মধ্যে ১৫ জন আমাদের হেফাজতে এসেছে।”
তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছেন।
এই পদক্ষেপকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি মামলা সংক্রান্ত নিরাপত্তা ও প্রক্রিয়ার স্বার্থে নেওয়া হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :