নির্বাচন বানচালের চেষ্টা করবে বিদেশসহ দেশের বড় শক্তি, ড. ইউনূসের সতর্ক বার্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৩৫ পিএম
নির্বাচন বানচালের চেষ্টা করবে বিদেশসহ দেশের বড় শক্তি, ড. ইউনূসের সতর্ক বার্তা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। দেশ ও বিদেশ থেকে শক্তিশালী কৌশল নিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। তবে এই ঝড়ঝাপ্টা অতিক্রম করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক বрифিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় নির্বাচনের অপপ্রচার ছড়ানো হবে। এআই-চালিত ছবি ও ভিডিও ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে, যা রুখে দিতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণকে সচেতন করতে হবে। ভোটকেন্দ্রের নিয়ম, ভোট দেওয়ার পদ্ধতি এবং কোনো বিশৃঙ্খলার সময় কী করতে হবে, এসব বিষয় মানুষকে জানাতে হবে।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনী সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে টিভি বিজ্ঞাপন, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এসএইচ

Link copied!