২৭২ আসনের যেসব প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:১৫ পিএম
২৭২ আসনের যেসব প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত ২৭২ আসনের সম্ভাব্য একক প্রার্থীদের নিয়ে তিনদিনব্যাপী বিশেষ সভা শুরু করছে বিএনপি। আজ বুধবার থেকে থেকে শুরু হওয়া এই সভা রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় ভোটের প্রচারণা, কৌশল এবং দলের ৮টি মূল খাত-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের উন্নয়ন কার্যক্রম-সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে।

দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদের এসব দিকনির্দেশনা তুলে ধরবেন এবং প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় তা গুরুত্বসহকারে ভোটারদের কাছে তুলে ধরবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন। প্রথম দিনে সংসদীয় আসনের ১ থেকে ১০০, দ্বিতীয় দিনে ১০১ থেকে ২০০ এবং শেষ দিনে ২০১ থেকে ৩০০ আসনের প্রার্থীরা অংশ নেবেন।

এদিকে বিএনপিতে মনোনয়নসংক্রান্ত অস্বস্তি এখনও দূর হয়নি। অন্তত ৪৫টি আসনে প্রার্থী নিয়ে কোন্দল বিরাজ করছে। দেশের বিভিন্ন এলাকা থেকে লেখা অভিযোগ ও বিক্ষোভ কেন্দ্রীয় নেতৃত্বকে চাপে ফেলেছে। নেত্রকোনা-৫, যশোর-২, নারায়ণগঞ্জ-২, চট্টগ্রাম-১৬সহ আরও কয়েকটি আসনে প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা পরিবর্তনের দাবি জানাচ্ছেন।

কিছু আসনে মনোনয়নপ্রত্যাশীরা দাবী করেছেন, দলকে দীর্ঘমেয়াদি রাজনীতিতে সক্রিয় ও ক্লিন ইমেজধারী প্রার্থী দিতে হবে। বিশেষ করে যশোর-২ আসনে বর্তমান সম্ভাব্য প্রার্থী দুদকের মামলায় সাজাপ্রাপ্ত। নারায়ণগঞ্জ-২ আসনে ছাত্রদলের এক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া মেহেরপুর-২, গাজীপুর-১, মুন্সীগঞ্জ-২, চাঁদপুর-২, সুনামগঞ্জ-৫, কুষ্টিয়া-১, কুষ্টিয়া-৪, ব্রাহ্মণবাড়িয়া-৪, মাদারীপুর-২, নাটোর-১, চট্টগ্রাম-৪ ও ১২, সিলেট-৬, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও ৩, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, নীলফামারী-৪, দিনাজপুর-২, জয়পুরহাট-১ ও ২, ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১, কুমিল্লা-৫, ৬ ও ১০, রাজশাহী-৪ ও ৫, রাজবাড়ী-২, নওগাঁ-১, ৩ ও ৪, পাবনা-৪, মৌলভীবাজার-২ আসনেও প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে।

দলের শীর্ষ নেতৃত্বের মতে, প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় কোনো মিত্র দলের শীর্ষ নেতা আসন ছাড়তে পারলে বিষয়টি উচ্চকক্ষে মূল্যায়ন করা হবে। বিএনপি এই তিনদিনের সভার মাধ্যমে নির্বাচনী কৌশল এবং ভেতর থেকে থাকা কোন্দল সমাধানের চেষ্টা করছে।

এসএইচ 

Link copied!