আ.লীগ শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২১, ০৪:৪৯ পিএম
আ.লীগ শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে

ফাইল ছবি

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত করেছে।

শনিবার (১ মে) দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। গাজীপুর সাংবাদিক ইউনিয়ন এ সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা রক্ত দিয়েছিল বিধায় আজ তাদের সুযোগ-সুবিধা ও জীবনমানের উন্নতি ঘটেছে।

তিনি বলেন, করোনাকালে সরকার সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সব দুর্যোগ মোকাবিলায় সরকার কাজ করছে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি শামসুন নাহার ভূঁইয়া। এতে আরো যুক্ত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক এমএ সালাম শান্ত, মনির হোসেন জীবন, মনসুর আহমদ, মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!