খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও পেছাল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৫৮ এএম
খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও পেছাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মতো তার বিদেশ যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এখনই নতুন কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে যে কোনো দিনই নেওয়া হবে।”

বিএনপির মেডিকেল টিমের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বিগত কয়েক দিনে তেমন উন্নতি হয়নি। সে কারণে দীর্ঘ ফ্লাইট তাঁর জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে—এটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

দলের একটি সূত্র জানিয়েছে, কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে পাঠানো নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে পরবর্তীতে সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে।

এম

Link copied!