দেশে ফিরলেন হামজা চৌধুরী

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২৫, ০১:০৬ পিএম
দেশে ফিরলেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক : দেশে ফিরেছেন ফুটবলার হামজা চৌধুরী। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার (০২ জুন) বেলা পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। 

এ সময় বিমানবন্দরে হামজা চৌধুরীকে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। হামজার বাবা-মাও এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জার্সিতে গত মার্চে ভারতের শিলংয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এবার তিনি দেশের মাটিতে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন। 

তবে দুদিন আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে বুধবার হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান।

এদিকে ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে কানাডাপ্রবাসী সমিত সোম দেশে আসবেন মঙ্গলবার। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। ফাহামিদুল প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন।

পিএস

Link copied!