ঢাকা : টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এতে কিছুটা চাপের মুখে পরে দলটি।
এদিকে মাত্র ৬.১ ওভারে তিন উইকেট নিয়ে বেশ স্বস্তিতে রয়েছে টিম বাংলাদেশ।
শ্রীলঙ্কার হারানো তিন উইকেটের মধ্যে পাথুম নিসানকাকে তানজিম হাসান সাকিব, নিশান মাদুষ্কাকে এবং কামিন্দু মেন্ডিসের উইকেট নেন তাসকিন আহমেদ।
টস:
টেস্ট সিরিজের দুই ম্যাচে টস জিতলেও পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে টস হারলেন মেহেদী হাসান মিরাজ।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় নামবে বাংলাদেশ।
ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ ও তানভীরের। শ্রীলঙ্কার মতো বাংলাদেশ দলও তিন পেসার খেলাবে।
বাংলাদেশ দল : তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পিএস
আপনার মতামত লিখুন :