সিরিজ নির্ধারনী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:২২ পিএম
সিরিজ নির্ধারনী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

শেষ টি-টোয়েন্টিতে কলম্বোতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

উভয় দলেই দুটি করে পরিবর্তন আনা হয়েছে। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের জায়গায় দলে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস।

অন্যদিকে বাংলাদেশ দলে নেই মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় এসেছেন মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি শ্রীলঙ্কা ও দ্বিতীয়টি বাংলাদেশ জেতায় বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে।

পিএস

Link copied!