ঢাকা: দীর্ঘদিন পর অধিনায়ক হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মায়ামি ব্লেজের নেতৃত্বের ভার তার কাঁধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
টি টেন লিগের এই টুর্নামেন্ট আজ থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের মায়ামি খেলবে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। এই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
সাকিব গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগে। যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি আর বল হাতে ৪ উইকেট নেন সাকিব।
যদিও এরপর প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। পরের তিন ম্যাচে তার রান ছিল যথাক্রমে ৭, ৩ ও ৪। বল হাতে পরের তিন ম্যাচে ১ উইকেট নিয়েছেন সাকিব। তাঁর দলও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
এক্যারিবিয়ান এই টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। প্রথম আসরে এই টুর্নামেন্টে দল ছিল ৫টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭টিতে। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ২৪ জুলাই।
এআর
আপনার মতামত লিখুন :