ঢাকা: ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নাম।
কানাডা সুপার সিক্সটি লিগের দল মন্ট্রিয়েল টাইগার্স সাকিবকে দলে ভিড়িয়েছে। সম্প্রতি অংশগ্রহণকারী ৬ দলের স্কোয়াড প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ, যেখানে রয়েছে সাকিবের নামও।
বাংলাদেশের তারকা এই ক্রিকেটার বাদেও কানাডা সুপার সিক্সটি লিগ খেলবেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, রহমানুল্লাহ গুরবাজের মতো খ্যাতনামা তারকারা।
নতুন এই টুর্নামেন্টে সাকিব সতীর্থ হিসেবে পাবেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকীদের।
কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।
এআর
আপনার মতামত লিখুন :