লুঙ্গি-গেঞ্জি পরেই স্ত্রীর পাশে মিরাজ, ছবি ভাইরাল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৫:৫০ পিএম
লুঙ্গি-গেঞ্জি পরেই স্ত্রীর পাশে মিরাজ, ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের মানুষের কাছে বিপুল জনপ্রিয়। আর মাশরাফির প্রিয় পোশাক লুঙ্গি। লুঙ্গির প্রতি আলাদা এক দুর্বলতা আছে নড়াইল এক্সপ্রেসের। এবার লুঙ্গির সঙ্গে সখ্য দেখা গেল ম্যাশেরই এক সতীর্থের। যিনি মাত্র ক'দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন।  

দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর খুলনা বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাবেয়া আখতার প্রীতিকে বিয়ে করেন তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি নববধূর পাশে লুঙ্গি পরা মিরাজের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, লুঙ্গি পরে স্ত্রী রাবেয়া আখতার প্রীতির পাশে বসে রয়েছেন মিরাজ। তার পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় এ নিয়ে চলছে তুমুল আলোচনা। লুঙ্গি পরিহিত মিরাজ পাচ্ছেন প্রশংসাও। অনেকে বলছেন, তারকা ক্রিকেটার হয়েও এতটা সাধাসিধেভাবে চলেন মিরাজ, সত্যিই প্রশংসনীয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মিরাজের বোন রুমানার গায়ের হলুদের দিন তোলা।

উল্লেখ্য, গেল ২১ মার্চ দুপুরে খুলনা শহরের খালিশপুরে ঘরোয়া পরিবেশে কনে রাবেয়া আখতার প্রীতির সাথে জাতীয় দলের এই অলরাউন্ডারের আকদ হয়েছে। দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্ক পরিণয় হলো এ বিবাহের মাধ্যমে। কনে খুলনা বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মিরাজের শ্বশুর বেলাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!