• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু শুক্রবার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২০, ১০:৩৬ এএম
টঙ্গীতে জোড় ইজতেমা শুরু শুক্রবার

ফাইল ফটো

ঢাকা: টঙ্গীতে দুদিনের জোড় ইজতেমা শুক্রবার থেকে শুরু হবে। এরই মধ্যে ইজতেমার সব প্রস্তুতি নিয়েছেন যোবায়ের অনুসারীরা। আর শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

জোড় ইজতেমা উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই মুসল্লিদের ময়দানে আসতে দেখা যায়। 

ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইল মিলসের পাশের টিনশেডে জোড় ইজতেমা হবে। এ জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!