• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি-ইসির সাক্ষাতের সময়সূচি পিছিয়ে ৯ নভেম্বর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৩, ০২:৩৩ পিএম
রাষ্ট্রপতি-ইসির সাক্ষাতের সময়সূচি পিছিয়ে ৯ নভেম্বর

সংগৃহীত ছবি

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎকারের তারিখ পিছিয়ে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য গত সোমবার সময় চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। তারা ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল। পরে সাক্ষাতের জন্য ৫ নভেম্বর (রোববার) দিন ধার্য করা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সভার আয়োজন করবে কমিশন। ওই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হতে পারে। একইসঙ্গে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্ধারণ করা হতে পারে।

এরপর বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে এ ধরনের সাক্ষাতের রেওয়াজ রয়েছে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!