• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে: শেখ বশিরউদ্দিন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৫৩ পিএম
রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে: শেখ বশিরউদ্দিন

ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আগুনের প্রভাব আমদানি পণ্য সংরক্ষণ এলাকাতেই সীমিত।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রনিক্স ও কেমিক্যাল গোডাউনে। দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় মুহূর্তেই অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ওঠানামা রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রাতেই ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!