• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৮:১৬ পিএম
দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা: দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দ্বিজেন শর্মা দেশের একজন শীর্ষস্থানীয় প্রকৃতিবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি আজীবন প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করেছেন। নিসর্গ গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। 

শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, দ্বিজেন শর্মা ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর ৩০টিরও বেশি বই রয়েছে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!