• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বিনা উসকানিতে তারা রড-চাপাতি-লাঠিসোঁটা নিয়ে হামলা করেন’


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২২, ১২:৫৭ পিএম
‘বিনা উসকানিতে তারা রড-চাপাতি-লাঠিসোঁটা নিয়ে হামলা করেন’

ঢাকা : ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রদল বলছে, বিনা উসকানিতে তাদের ওপর হকি স্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন করতে যাওয়ার সময়  ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইটের বাইরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ঢিল ছোড়াছুড়ি চলে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমারা পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। মিছিলে আমরা কোনো স্লোগান পর্যন্ত দিইনি। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।

তাদের সঙ্গে আমরা কথা বলি, 'আমরা তো শান্তিপূর্ণভাবে যাচ্ছি, আমাদের অপরাধটা কী?'

তিনি আরো বলেন, বিনা উসকানিতে তারা হকি স্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় কেন্দ্রীয় নেতা রাশেদ ইকবাল খান, আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ অন্তত ৩০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, কিছু দিন যাবৎ ছাত্রদলের নেতারা ক্যম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছিল। সুশৃঙ্খল ক্যম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। আজকে তাদের এই কয়েক দিনের নানা ধরনের উসকানির প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা এই প্রতিবাদকে স্বাগত জানাই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!