• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৩, ০১:৫২ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে। রক্তের হিমোগ্লোবিন বেড়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

আগামী সোমবার (২১ আগস্ট) কিংবা মঙ্গলবার (২২ আগস্ট) হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার (১৮ আগস্ট) রাতে এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের ফুসফুসে জমা পানি কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই চিকিৎসক বলেন, লিভারের মতো জটিল সমস্যা আছে খালেদা জিয়ার। এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়।

এর আগে বুধবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তার করোনারি হার্টে সমস্যা দেখা দেয়। অন্যদিকে, লিভারের সমস্যার কারণে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ফুসফুসে কিছুটা পানি জমে। রক্তচাপ ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা হচ্ছিল। এজন্য বৃহস্পতিবার তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!