• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

খালেদাকে তালাক দিতে চেয়েছিলেন জিয়া : গাফফার চৌধুরী


নিউজ ডেস্ক মে ১৬, ২০১৭, ০১:৪৫ এএম
খালেদাকে তালাক দিতে চেয়েছিলেন জিয়া : গাফফার চৌধুরী

ঢাকা: স্বাধীনতযুদ্ধের পর খালেদা জিয়াকে তালাক দিতে চেয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তিনি তা পারেননি। এমনটাই জানিয়েছেন সাংবাদিক এবং লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী।

১২ মে লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদিরের রচিত ‘মুক্তিযুদ্ধ: অজানা অধ্যায়’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণাধীন ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়তে খালেদা জিয়া বার বার অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন জেনারেল জিয়া আমাকে জানিয়েছিলেন তিনি খালেদাকে তালাক দেবেন। কিন্তু বঙ্গবন্ধুর কারণে তা করেননি জিয়া।

এ সময় আব্দুল গাফ্ফার যুদ্ধকালীন জেনারেল জিয়ার সঙ্গে একই কক্ষে কিছু সময় কাটানো এবং এক ঘণ্টা সময় ধরে চুল ঠিক করা ও সবাইকে হুকুম দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
 

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, বইয়ের লেখক নাদীম কাদির, সাংবাদিক ইসহাক কাজল, সৈয়দ বদরুল আহসান, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি নবাব উদ্দীন বক্তব্য রাখেন।

Wordbridge School
Link copied!