• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২০, ১২:৫৪ পিএম
রাজধানীতে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা 

ফাইল ছবি

ঢাকা: ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। বেড়েছে শীতের তীব্রতাও। এতে বিপদে পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সকাল সাড়ে ছয়টায় সূর্যোদয় হবার কথা থাকলেও বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। কমেছে যানবাহনের ধীরগতি। কুয়াশার সাথে হিমেল হাওয়া থাকায় শীতের তীব্রতাও রয়েছে। 

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি ও কুয়াশা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!