• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

স্কুলছাত্র নিহতের ঘটনায় ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত 


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৫৯ পিএম
স্কুলছাত্র নিহতের ঘটনায় ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত 

ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র মাহিন আহমেদ (১৩) নিহতের ঘটনায় ঘাতক গাড়িচালক মো. কামালসহ তিনজনকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৯ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক দপ্তরের আদেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুত অপর দুজন হলেন- পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবু।

গত ২৫ এপ্রিল রাতে মুগদা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র মাহিন আহমেদ নিহত হয়। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালককে আটক করা হয়।

মাহিন নিহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ দুর্ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেছেন, ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। আমরা কঠোর শাস্তি চাইছি। এ দুর্ঘটনায় যেন সম্পূর্ণ সুষ্ঠু বিচার হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই।

আইএ

Wordbridge School
Link copied!