• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বনানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২১, ২০২১, ০৯:৫৬ এএম
বনানীতে ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ৬ তলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট। তবে এই ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ৬তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি জানান, ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচন্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেওয়া পৌঁছানো যাচ্ছে না।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!