• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীর রেস্তোরার আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:৩৯ এএম
যাত্রাবাড়ীর রেস্তোরার আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

ঢাকা : পৌনে ২ ঘণ্টার চেষ্টায় রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।  

তিনি জানান, সকালে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!