• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তা আসামীর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৫:৪০ পিএম
বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তা আসামীর মৃত্যু

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল বাতেন (৭০) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী। তবে তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের নৃশংস সেই ঘটনার ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী ওই বিদ্রোহের সূত্রপাত হয় তখনকার বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর রাজধানীর নিউমার্কেটের পাশে অবস্থিত পিলখানায়। বিদ্রোহ ছড়িয়ে পড়ে সারা দেশের বেশ কয়েকটি স্থানে। ওই ঘটনায় একসঙ্গে দুটি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় হয়েছে। এখন আপিল বিভাগে বিচারের অপেক্ষায় রয়েছে। চলতি বছরই শুনানি শুরু হতে পারে।

সোনালীনিউজ/এসএস/এমএএইচ

Wordbridge School
Link copied!