• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মেট্রোরেলে সমস্যা, চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:১০ পিএম
মেট্রোরেলে সমস্যা, চলাচল বন্ধ

ঢাকা: স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রায় এক ঘণ্টা ধরে মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র।

জানা গেছে, মেট্রোরেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দিয়েছে। দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত মেট্রোর চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেট্রার অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছে না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়েছে।

অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেছেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রেখেছেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেছে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলছে না।

এ ঘটনায় বিরক্ত অনেক যাত্রী। আরিফুল আলম নামে এক যাত্রী বলেন, এবার ভোগান্তির আরেক নাম হয়ে উঠছে মেট্রোরেল। পল্লবী স্টেশনে দেড় ঘণ্টা ধরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি।

এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

এআর

Wordbridge School
Link copied!