• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট: 

মাঠেই করোনা, মাঠেই বদলি


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২২, ০৭:৩২ পিএম
মাঠেই করোনা, মাঠেই বদলি

ঢাকা: হেডিংলি টেস্ট চলাকালে করোনা আক্রান্ত হলেন বেন ফোকস। টেস্টের তৃতীয় দিন সন্ধ্যায় করোনা টেস্টে পজিটিভ হন বেন ফোকস। 

করোনা-বদলি হিসেবে এরই মধ্যে স্যাম বিলিংসকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। তবে ফোকস ছাড়া দলে আর কারও করোনা নেই বলেও বিবৃতিতে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ‘ইংল্যান্ডের দলের অন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। কোনো লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে জানাচ্ছে, দরকার পড়লে পরীক্ষাও করাচ্ছে।’ ফোকসের আগে গত মঙ্গলবার দলের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিকের করোনা ধরা পড়ে, এই টেস্টে তাই তিনি দলের সঙ্গে নেই।

ফোকসের এভাবে করোনা ধরা পড়ায় ভারতের বিপক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ইংল্যান্ড অবশ্য আশায়, শুক্রবারের মধ্যেই ফিট হয়ে উঠবেন।

অবশ্য ইংল্যান্ডের টেস্ট দলে মাত্র দ্বিতীয়বার ডাক পাওয়া বিলিংসের জন্য অভিজ্ঞতাটা একেবারে নতুনও নয়। সেবার অ্যাশেজে বেয়ারস্টো ও জস বাটলার চোটে পড়ায় বিলিংসের ডাক পড়ে। নয় ঘণ্টার ভ্রমণ শেষে তখন সিডনিতে পৌঁছে মাঠে নামেন বিলিংস।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!