• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টানা চার ম্যাচে হার, যা বললেন সাকিব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৫, ২০২৩, ০৯:২৭ এএম
টানা চার ম্যাচে হার, যা বললেন সাকিব

ঢাকা : বিশ্বকাপের চলমান ১৩তম আসরে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পর আজ মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের টার্গেট তাড়ায় ১৪৯ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা বোলিংয়ে ৩৫ ওভর পর্যন্ত ঠিক ছিলাম। এরপর সুবিধা করতে পারিনি।

দক্ষিণ আফ্রিকা ৩৮২ রান করা প্রসঙ্গে সাকিব বলেন, এজন্য সবচেয়ে বড় অবদান কুইন্টন ডি ককের। সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এছাড়া হেনরি ক্লাসেন অবিশ্বাস্য ব্যাটিং করেছে।

দলের হারের জন্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংকেই বেশি দুষছেন সাকিব। তিনি বলেন, আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। জয় পেতে হলে সেরা পাঁচে যারা আছে তাদের বড় স্কোর গড়তে হবে।

বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা এই তিন দলের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!