• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা ১০ ম্যাচ হেরে ঢাকার লজ্জার রেকর্ড, টিকে রইল খুলনা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৫:৪০ পিএম
টানা ১০ ম্যাচ হেরে ঢাকার লজ্জার রেকর্ড, টিকে রইল খুলনা

ঢাকা: জয় দিয়ে আসর শুরু করা দুর্দান্ত ঢাকা এখন যেন জিততেই ভুলে গেছে! আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও পাল্টায়নি ঢাকার ব্যাটিংয়ের চিত্র। 

আরও একবার প্রতিপক্ষ বোলারদের সামনে আসহায় আত্মসমর্পণ করলেন নাঈম শেখ-সাইফ হাসানরা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। ফলে টানা ১০ ম্যাচে হেরেছে ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের টানা হারের রেকর্ড।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

এরপর মিডলঅর্ডারে পারভেজ হোসেন ইমন, শাই হোপ ও আফিফ হোসেনের মাঝারি ধরনের ইনিংসের উপর ভর করে সহজ লক্ষ্য টপকে ফেলে খুুলনা। ৩০ বলে ৪০ রান করেন পারভেজ। চুতারাঙ্গা ডি সিলভার শিকার হওয়ার আগে তিনি এই ইনিংস সাজাতে হাঁকিয়েছেন ৪টি ছক্কার মার।

এআর

Wordbridge School
Link copied!