• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লিটনের লড়াইয়ের পরও হারলো কুমিল্লা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৫:০৮ পিএম
লিটনের লড়াইয়ের পরও হারলো কুমিল্লা

ঢাকা: সিলেটের ব্যাটিংয়ের শুরুটা হলো না খুব ভালো। কিন্তু শেষদিকে ঝড়ো ব্যাটিং করলেন বেনি হাওয়েল। দলও পেলো বেশ ভালো সংগ্রহ। ওই রান তাড়া করতে নেমে লম্বা সময় একাই লড়াই করলেন লিটন দাস, তবে শেষ করতে পারলেন না তিনি। আন্দ্রে রাসেল, মঈন আলিরাও নিষ্প্রভ ছিলেন।  

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। 

দশম ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেলো কুমিল্লা। হারের পরও ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে।

এই জয়ে সিলেটের খুব বেশি লাভ না হলেও কুমিল্লার কিছুটা ক্ষতি হয়েছে। জিতলেই প্লে-অফ নিশ্চিত হওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু হেরে যাওয়ায় এখন অপেক্ষায় থাকতে হবে চারবারের চ্যাম্পিয়নদের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা। রান তাড়ায় ৫৮ বলে ৮৫ রান করেন লিটন।

এআর

Wordbridge School
Link copied!