• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
বিপিএল ফাইনাল

টস হেরে ব্যাট করছে কুমিল্লা, ফিরলেন মুস্তাফিজ 


ক্রীড়া ডেস্ক মার্চ ১, ২০২৪, ০৬:৪২ পিএম
টস হেরে ব্যাট করছে কুমিল্লা, ফিরলেন মুস্তাফিজ 

ঢাকা: বিপিএলের ফাইনালে মুখোমুখি বরিশাল ও কুমিল্লা। সবমিলিয়ে ৩বার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। 

বর্তমান ফ্যাঞ্চাইজির অধীনে অবশ্য এর আগে একবারই ফাইনাল খেলেছে তারা। তাই ফরচুন বরিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাবার সুযোগ।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মেগা ফাইনালে টস ভাগ্যে জয় লাভ করেছেন তামিম ইকবাল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে কুমিল্লা। প্রথম ওভারেই নারাইনের উইকেট হারিয়েছে লিটনের দল।  কুমিল্লার রান ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রান।

অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল নিয়ে খেলেছিল বরিশাল, তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফরচুনরা।

অন্যদিকে গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে ফাইনালে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক হাসানের জায়গায় একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ফাইনালে ফিজকে পাওয়াটা কুমিল্লার জন্য নিশ্চয়ই মানসিক স্বস্তির।

ফরচুন বরিশাল- 
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- 
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

এআর

Wordbridge School
Link copied!