• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ মুহূর্তে লংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল


ক্রীড়া ডেস্ক জুলাই ৩, ২০২৪, ০৩:২৯ পিএম
শেষ মুহূর্তে লংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল

ঢাকা : শেষ মুহূর্তে লংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পান তিনি।

গত মৌসুমে শ্রীলংকার টি-টোয়েন্টি লিগ লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরিফুল। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ হয় এ বাঁহাতি পেসারের।

মঙ্গলবার (২ জুলাই) আসা সুযোগে ইতিবাচক সাড়া দেন শরিফুল ইসলাম। আজ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে তার। ১ জুলাই শুরু হওয়া এলপিএল চলবে ২১ জুলাই পর্যন্ত। এলপিএলে শরিফুলের দল ক্যান্ডি এর মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।

এর আগে এবারের এলপিএলে খেলতে গেছেন তিন বাংলাদেশি—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মোস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, অন্যদিকে তাসকিন খেলছেন কলম্বো স্ট্রাইকার্সে।

জুলাই মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের অনেক ক্রিকেটার ব্যস্ত থাকবেন। গতকাল এমএলসি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। আগামীকাল ৫ জুলাই শুরু হচ্ছে এমএলসি। এটি শেষ হবে ২৯ জুলাই।

শরিফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এ টি-টোয়েন্টি লিগে। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।

এমটিআই

Wordbridge School
Link copied!