• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাশরাফিদেরই এগিয়ে রাখছেন জয়াসুরিয়া


ক্রীড়া ডেস্ক মার্চ ২৭, ২০১৭, ০৯:৪৮ পিএম
মাশরাফিদেরই এগিয়ে রাখছেন জয়াসুরিয়া

ঢাকা: শ্রীলঙ্কার ক্রিকেটে অনেক বড় নাম তিনি। ১৯৯৬ বিশ্বকাপে প্রথম ১৫ ওভার বৃত্তের মধ্যে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। বলা হচ্ছিল, মাতারা হ্যারিকেন সনাৎ জয়াসুরিয়ার কথা। এখন তিনি শ্রীলঙ্কার প্রধান নির্বাচক। কলম্বোয় দ্বিতীয় টেস্টে হারের পর লঙ্কানরা ডাম্বুলায় প্রথম ওয়ানডেতেও হেরে গেছে ৯০ রানে।

এই দুই পরাজয়ে বেশ চাপে পড়ে গেছেন লঙ্কার প্রধান নির্বাচক। তার প্রমাণ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা আচমকাই ডেকে পাঠিয়েছে দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপকে। দক্ষিণ আফ্রিকায় ভালো করতে না পারায় বাদ পড়েছিলেন কুলাসেকারা। আর প্রদীপ মূলত টেস্ট বোলার।

এক সময় যে বাংলাদেশকে এক ফুৎকারে উড়িয়ে দিত শ্রীলঙ্কা সেই দলের কাছে জয়াসুরিয়াকে হারতে দেখতে হচ্ছে। মুখে না বললেও তিনি যে চাপ অনুভব করছেন সেটা না বললেও চলে। জয়াসুরিয়া বলেন,‘ না কোনও চাপ অনুভব করছি না। কারণ সবাই জানে শ্রীলঙ্কার ক্রিকেট এখন পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন। ক্রিকেটে এমন উত্থান-পতন ঘটে।’

দুই দলের তুলনায় সাবেক লঙ্কান দলপতি এগিয়ে রাখলেন মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশকেই। জয়াসুরিয়ার মতে,‘ বাংলাদেশ দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। শুধু বড় বড় নাম হলেও চলে না। মাঠে ভালো খেলতে হয়। বাংলাদেশ ভালো খেলছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই।’

বাংলাদেশ কেন ভালো করছে তার ব্যাখ্যাও দিয়েছেন জয়াসুরিয়া। তিনি বলেন,‘ বাংলাদেশ অনেক রান করছে। আমরা বড় রান করতে পারছি না। একই সঙ্গে বোলিং-ফিল্ডিংও বাংলাদেশের পরিকল্পনা মত হচ্ছে। এটি ক্রিকেটে বড় পার্থক্য গড়ে দেয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!