• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

২৪তম স্কুল হ্যান্ডবল শুরু


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ০৮:৩৯ পিএম
২৪তম স্কুল হ্যান্ডবল শুরু

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘পোলার আইসক্রীম ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় পল্টনস্থ শহীদ এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। উদ্বোধনী খেলায় (বালিকা বিভাগে) জয় পেয়েছে বিআইএসসি কলেজ। বি এ এফ শাহীন কলেজেকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে তারা।

এর আগে সকাল ৯টায় বালক বিভাগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০-১৩ গোলে নারিন্দা সরকারি কলেজকে হারায়। সকাল ১১ টায় স্কলাসটিকা মিরপুর ১৯-১০ গোলে হারায় স্কলাসটিকা উত্তরা শাখাকে। দুপুর ১টায় বি আই এস সি কলেজ ১৪-৫ গোলে পরাজিত করেছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে। বেলা ২টায় হীড ইন্টারন্যাশনাল স্কুল ৫-১ গোলে হারায় ধানমন্ডি টিউটেরিয়ালকে। বেলা ৩টায় সানীডেল ১৪-৩ গোলে পরাজিত করে ঢাকা সরকারি মুসলিম হাই স্কুলকে।

বালিকা বিভাগে সকাল ৯টায় ধানমন্ডি টিউটেরিয়াল ৭-৩ গোলে হারায় হীড ইন্টারন্যাশনাল স্কুলকে। সকাল সাড়ে ৯টায় স্কলাসটিকা উত্তরা শাখা ৮-২ গোলে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। সকাল ১০টায় শহীদ আনোয়ার গার্লস কলেজ ৬-২ গোলে হারায় সিদ্ধেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে। দুপুর ১টায় স্কলাসটিকা উত্তরা দল ১০-৮ গোলে স্কলাসটিকা মিরপুর শাখাতে হারায়। দুপুর ২টায় ধানমন্ডি টিউটেরিয়াল ৪-২ গোলে সিদ্ধেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বেলা ৩টায় আনোয়ারা গার্লস কলেজ ৭-১ গোলে হারায় হীড ইন্টারন্যাশনাল স্কুলকে। বিকাল ৩টা ৫০ মিনিটে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ১৮-১ গোলে বি আই এস সি কলেজকে পরাজিত করে।

এই টুর্নামেন্টে ঢাকা মহানগরীর মোট ৩১টি স্কুল অংশগ্রহণ করছে। এরমধ্যে বালক বিভাগে ১৮টি এবং বালিকা বিভাগে ১৩টি স্কুল রয়েছে। উভয় বিভাগে টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে দশ লাখ ত্রিশ হাজার টাকা। পুরো টাকাই প্রদান করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!