• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ক্লুজনারও চাইছেন ডি ভিলিয়ার্সকে


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০১৭, ০২:৪৯ পিএম
ক্লুজনারও চাইছেন ডি ভিলিয়ার্সকে

ঢাকা: বেশ কিছুদিন হলো সাদা পোশাকের ক্রিকেট খেলেন না এবি ডি ভিলিয়ার্স। তা হলে কি তার দিন ফুরিয়ে গেল? সদ্য শেষ হওয়া সিরিজে ইংল্যান্ডের কাছে ১-৩ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এর মাঝেই প্রোটিয়াদের সাবেক অধিনায়ক শন পোলক এবি ডি ভিলিয়ার্সকে দলে চাইছিলেন। এবার পোলকের কথারই প্রতিধ্বনি ঘটল ল্যান্স ক্লুজনারের কথায়।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার তা মনে করেন না। তার ভাষায়, ডি ভিলিয়ার্সের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। বলেছেন, ‘হ্যাঁ, এবি’র আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। প্রত্যেক ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে। এবিও তেমনই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, এবি এখন টেস্ট ক্রিকেট প্রায় খেলছেই না। ফলে আগে যতটা ম্যাচের মধ্যে থাকত, এখন সেটা থাকে না। ফলে বলের থেকে চোখ নড়ে যেতেই পারে। এটা ঠিকঠাক করে নিতে পারলে ওর সমস্যা হবে না।’

এবি আর ধোনি, দু’জনেই পুরনো ছন্দ হারিয়েছেন। সবাই বলেন, বুট জোড়া খুলে রাখার সময় হয়ে গেছে দু’জনেরই। বয়স বাড়লে স্বাভাবিক নিয়মে ধার কমে, এটা তো মানবেন? ক্লুজনার বলছেন, ‘খেলা ছেড়ে দিক, বুট জোড়া খুলে রাখুক- কথাগুলো বলা সহজ।

কিন্তু এই ধরনের মন্তব্য করার আগে, একবার তো তাকিয়ে দেখুন, যাদের সরে যেতে বলছেন, তাদের শূন্য জায়গায় কাকে বসানো যায়? ওই পরিবর্ত খেলোয়াড়টি কি ধোনির থেকে ভালো? ভুলে যাবেন না, ও অন্যতম সেরা ফিনিশার। তা হলে ওকে এভাবে ছেঁটে ফেলবে কেন দল? ভারত যদি সেটা করে, তা হলে খুব ভুল করবে। এবি’র মতোই ধোনিরও আরও কিছু দেওয়ার আছে।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!