• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোহলির কাছ থেকে শিখছেন স্মিথ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ১১:৫৬ এএম
কোহলির কাছ থেকে শিখছেন স্মিথ

ঢাকা : ক্যারিয়ারটা শুরু করেছিলেন স্পিনিং অলরাউন্ডার হিসেবে। এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। বলা হচ্ছিল, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কথা। সাম্প্রতিককালের অন্যতম সেরা ব্যাটসম্যানও তিনি। তাঁর সঙ্গে প্রতিমুহূর্তেই চলছে ভারত অধিনায়ক বিরাট কোহলির তুলনা। ছায়াযুদ্ধও বলা যেতে পারে। বলা ভালো, উল্টোটাই চলছে বেশীরভাগ ক্ষেত্রে৷ অর্থ্যাৎ কোহলি সেঞ্চুরি হাঁকালে মাপকাঠি হিসেবে স্মিথের সঙ্গে তুলনা টানছে ক্রিকেট দুনিয়া।

টেস্টে স্মিথ একে আর কোহলি দুইয়ে। ওয়ানডে ফরম্যাটে আবার শীর্ষে কোহলি। সেখানে অনেকটাই পেছনে রয়েছেন স্মিথ। যে কোহলির সঙ্গে তাঁর এত প্রতিদ্বন্দ্বিতা, সেই কোহলিই নাকি স্মিথের শিক্ষক৷ অসি অধিনায়ক বলছেন,‘কোহলি আমার অন্যতম ব্যাটিং সোর্স। ওর থেকে অনেক টেকনিক আমি রপ্ত করি৷ বিশেষ করে স্পিন খেলাটা কোহলির কাছ থেকে শেখার চেষ্টা করি।’

শুধু স্মিথ-কোহলি নয়, তুলনার মাপকাঠিতে রয়েছে আরও দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আর ইংলিশ দলপতি জো রুট৷ এই চার ক্রিকেটারের মধ্যেই চলছে এক অদেখা লড়াই। কে সেরার সেরা সেটা নিয়ে অনুরাগীরাদের মধ্যেও স্পষ্ট বিভাজন রয়েছে।

টেস্টের এক নম্বর ব্যাটসম্যান এসব তুলনা নিয়ে বিশেষ চিন্তা করছেন না। স্মিথ বলেন, ‘উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্সের থেকে ক্রিকেট স্কিল ধার করি। মানতে কোনও দ্বিধা নেই এরা সবাই অন্যতম সেরা ক্রিকেটার। আর সেরাদের থেকে সেরা পদ্ধতিটা শিখে নিতে আমার কোনও দ্বিধা কাজ করে না।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!