• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নোবেলকে র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ


বিনোদন ডেস্ক মে ২৪, ২০২০, ০৯:০৯ পিএম
নোবেলকে র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকা : সমালোচনায় সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেল কিছুদিন থেকে ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে বিভিন্নজনের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন।

তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গে ক্রমাগত বাক্যযুদ্ধে লিপ্ত হন। যেখানে অশালীন শব্দেরও প্রয়োগ ঘটে। এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের।

শুধু তাই নয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)ও পর্যবেক্ষণ করে নোবেলকে। এরপর তাকে র‍্যাব ২ কার্যালয়ে ডাকা হয়। সেখানে জানতে চাওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে।

কারণ হিসেবে নোবেল র‍্যাবকে জানান, তার আসন্ন একটি গানকে কেন্দ্র করে ‘মার্কেটিং পলিসি’ ছিল এসব।

এ বিষয়ে র‍্যাবের এডিশনাল এসপি মনির জামান বলেন, ‘নোবেলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী, যিনি কিনা আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘নোবেলম্যান তার নিজস্ব ফেসবুক পেইজ Noble Man এ সম্প্রতি যা বলেছেন তা ওনার আসন্ন নতুন গান “তামাশা” কে প্রমোট করার জন্য। কাউকে কষ্ট দেওয়াটা ওনার উদ্দেশ্য ছিল না। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটিই ওনার বক্তব্য। আমরা র‍্যাব ২ এর পক্ষ থেকে ওনাকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে ওনার উপরোক্ত বক্তব্যটি পেশ করেছেন।’

নোবেল নিজেও তার অভিমত ফেসবুকে জানিয়ে দিয়েছেন তার মার্কেটি পলিসির অংশ ছিল এসব। যদিও ভক্তরা মন্তব্যে তার এই পলিসিকে প্রত্যাখ্যান করেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!