• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বই উৎসব নিয়ে ঐক্যফ্রন্টের আপত্তি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৮, ১০:৪৮ এএম
বই উৎসব নিয়ে ঐক্যফ্রন্টের আপত্তি

ঢাকা : এবারের বই উৎসব নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটটির দাবি ১ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের আগে এটি করায় তা বন্ধের দাবি জানানো হয়েছে।

১ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর বই উৎসব করা আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি সিইসির দফতরে জমা দেন গণফোরামের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। চিঠিতে বলা হয়, ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব করার ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী।

ইতিপূর্বে এ উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১-২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এ উৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেয়ার শামিল হবে।

বই উৎসবের মতো একটি অনুষ্টান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্ঘন করবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!