• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারত ওআইসিতে যেতে চায় মুসলমানদের নিয়ে কথা বলতে চান না


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০১৯, ০১:৩৮ এএম
ভারত ওআইসিতে যেতে চায় মুসলমানদের নিয়ে কথা বলতে চান না

ঢাকা : ক্রাইস্টচার্চে হামলা বিষয়ে ভারতের সমালোচনা করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী বলেছেন, ভারত ওআইসির বৈঠকে আমন্ত্রণ পেতে চায়, অথচ মুসলমানদের ব্যাপারে তারা কখনও মুখ খুলে না।

ক্রাইস্টচার্চে হামলার নিন্দা জানালেও ভারত মুসলমান ও মসজিদ শব্দ দুটিও উচ্চারণের সাহস করেনি। ভারতের এমন দ্বিচারিতার বিষয়টি আন্তর্জাতিক নেতাদের নোট নেয়া উচিত।

বৃহস্পতিবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সম্প্রতি চীন সফরের বিষয়টি ছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের আগমন বিষযেও ব্রিফ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

চীন সবসময় পাকিস্তানের পাশে আছে জানিয়ে মাহমুদ কোরেশী বলেন, পুওলাওয়ামা ঘটনার পর চীন বিশ্ববাসীকে আবারও দেখিয়েছে, পাকিস্তান-চীন সম্পর্ক কত গভীর। চীন সবসময় পাকিস্তানের সঙ্গেই আছে ও থাকবে।

ক্রাইস্টচার্চের হামলায় পাকিস্তানের মোট ৯ জন নিহত হয়েছে বলে জানান তিনি। হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারানো পাকিস্তানি নাগরিক নাঈম রাশীদের জন্য পাকিস্তান গর্বিত বলেও জানান মাহমুদ কোরেশী।

এদিকে ক্রাইস্টচার্চের হামলার ঘটনা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে ফোন করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শান্তিপূর্ণভাবে এমন ভয়াবহ পরিস্থিতি মানবিকতার সঙ্গে মোকাবেলা করায় প্রশংসা করেছেন।

এ সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

ফোনকলে ইমরান সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়ার প্রশংসা করেন। আর্ডার্ন মুসলিমদের পাশে সম্মানের সঙ্গে পাশে দাঁড়ানোয় পাক প্রধানমন্ত্রী প্রশংসা করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!