• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৭, ২০২০, ১১:৪৯ এএম
মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে দেশটির দুই শীর্ষ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (৬ জুলাই) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিভিন্ন দেশের ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন, সেই তালিকায় এই দুজনের নাম রয়েছে।

তারা হলেন- প্রতিবেশী দেশটির সশস্ত্র বাহিনীর (তাতমাদো) প্রধান সেনাপতি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ও উপ-সেনাপতি ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন।

জানা গেছে, এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের এই দুই জেনারেল আর যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না। সেইসঙ্গে যুক্তরাজ্যে তাদের কোনো সম্পদ থাকলে তা-ও বাজেয়াপ্ত হবে বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের নিষেধাজ্ঞার নথিতে উল্লেখ করা হয়েছে।

জেনারেল মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর বলেছে, তিনি ২০১৭ ও ২০১৯ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালানো ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। ওই অভিযানগুলোতে রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ, নির্যাতন, জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা, পরিকল্পনামাফিক ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতন-নিপীড়ন হয়েছে।

ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য জেনেশুনে অর্থায়নের সঙ্গেও জড়িত।

গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রও মিয়ানমারের শীর্ষ জেনারেলদের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর নিপীড়নের মাধ্যমে ‘জেনোসাইড’ সংঘটিত হয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে। রোহিঙ্গা নিপীড়নের জবাবদিহি নিশ্চিত করতে বর্তমানে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি), আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতসহ (আইসিজে) আন্তর্জাতিক কাঠামোতে উদ্যোগ চলছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!