• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড


ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৭, ১০:৫৩ এএম
আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

ঠাকুরগাঁও: জেলার দুটি আবাসিক হোটেলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এনডিসি ইফতেখার ইউনুস।

অভিযান পরিচালনার সময় মকবুল আবাসিক ও জাহের আবাসিক (হোটেল) নামের দুইটি প্রতিষ্ঠানকে লাইন্সেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে প্রত্যেককে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, এর আগে লাইন্সেসসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করার জন্য ১ সপ্তাহের আল্টিমেটাম দেন এ আদালত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!