• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কঠিন হচ্ছে ইউটিউবে উপার্জন!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জানুয়ারি ২০, ২০১৮, ০৩:২২ পিএম
কঠিন হচ্ছে ইউটিউবে উপার্জন!

ঢাকা : আরও কঠিন হতে চলেছে ইউটিউবে উপার্জন! ইউটিউব থেকে এখন টাকা উপার্জন করা এতো সহজ হবে না বলে মনে করা হচ্ছে। কারণ ইউটিউব কম্পানি তার পার্টনার প্রোগাম আপডেট করেছে বলে জানা গেছে। ফলে চ্যানেল বা ক্রিয়েটর যদি বেশি টাকা উপার্জন করতে চায় তাহলে তার সাবস্ক্রাইবার বেশি হতে হবে।  

এবার থেকে সেইসব চ্যানেলই বিজ্ঞাপন পাবে যাদের কাছে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে।

উল্লেখ্য, এর আগে কম্পানি ন্যূনতম ভিউজ ১০ হাজার রেখেছিল, অর্থাৎ ১০ হাজার ভিউজ হলে বিজ্ঞাপন পাওয়া যেত। ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ দিন, এর মধ্যে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না।

লাখ লাখ মানুষ ইউটিউবের পার্টনার প্রোগ্রামের মাধ্যমে প্রতিবছর প্রচুর অর্থ উপার্জন করে থাকে। কিন্তু ইউটিউবের এই নতুন নিয়মের পর এবার ক্রিয়েটরদের টাকা উপার্জন বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন ক্রিয়েটরদের নিজেদের চ্যানেল শুরু করতে গিয়েও সমস্যায় পড়তে হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!