• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জরিমানা গুনছেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৭, ১১:৩৯ এএম
জরিমানা গুনছেন তামিম

ঢাকা: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্লো ওভাররেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও তাঁর দলকে।

বুধবারের সেই ম্যাচে ১২ রানে জয় পেয়েছিল কুমিল্লা। কিন্তু সময়মত ইনিংস শেষ করতে পারেননি তামিম। বোলিং করতে সময় বেশি লাগান। এর দায়ভার বেশি বর্তায় অধিনায়কের ওপর। তাই তামিমের ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদে সাধারণ স্লো ওভাররেটের কারণে প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ককে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার বিধান রাখা হয়েছে।

তবে স্লো ওভাররেটের অভিযোগ মেনে নেন তামিম। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। চলমান বিপিএলে এর আগে স্লো ওভাররেটের কারণে জরিমানা গুনেছে নাসির হোসেন ও তাঁর দল সিলেট সিক্সার্স এবং মাশরাফি মুর্তজা ও তাঁর দল রংপুর রাইডার্স।


 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!