• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএলে ‘৪’ ক্রিকেটার, ফিরলেন সাকিব


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৩০, ২০২৪, ১২:২৫ পিএম
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএলে ‘৪’ ক্রিকেটার, ফিরলেন সাকিব

ঢাকা: ডিপিএল খেলতে দলের চার ক্রিকেটার এখন ঢাকায়। আবাহনীর হয়ে খেলতে চট্টগ্রাম থেকে এসেছেন আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

এছাড়া মোহামেডানের হয়ে খেলতে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলছে শাইনপুকুরের বিপক্ষে। আর ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

গেল পরশু আমেরিকা থেকে ঢাকা ফিরে গতকাল মাগুরায় যান সাকিব আল হাসান। এরপর মাগুরা থেকে আবারো ঢাকা ফিরে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেএসপিতে ম্যাচ খেলতে নেমেছেন টাইগার এই অলারাউন্ডার।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে থাকছেন না সাকিব। আগেই জানিয়েছিলেন, ডিপিএলে আরও দুই ম্যাচ তিনি খেলতে চান। 

আবাহনী দলে জাতীয় দলের ১০ জন ক্রিকেটার রয়েছেন। তাদেরকে ছাড়া একাদশ সাজানোই কঠিন হয়ে উঠতো কোচ খালেদ মাহমুদ সুজনের জন্য। এদিকে ডিপিএলের আজকের ম্যাচটিও বেশ গুরুত্ব বহন করছে আবাহনীর জন্য। আজ সাকিব আল হাসানের শেখ জামালকে হারালেই ডিপিএলের শিরোপা ঘরে তুলবে তারা। 

এআর

Wordbridge School
Link copied!