• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৭, ০৩:৪৪ পিএম
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মুন্সীগঞ্জ: গরিব-দুঃখী মামলার ব্যয় শেখ হাসিনার সরকার দেয়, বিরোধ হলে মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয় এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইডের ৭টি স্টল উদ্বোধন করেন বিজ্ঞ জেলা জজ শওকত আলী চৌধুরী।

পরবর্তীতে বিজ্ঞ জেলা জজ শওকত আলী চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি আদালত প্রাঙ্গণ হতে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞা, অতিরিক্ত জেলা জজ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার, জেল সুপার মোস্তাফিজুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট লাবলু মোল্লা, অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ প্রমুখ।

জেলা জজ আদালতে মাঠ প্রাঙ্গণের মেলার স্টলগুলো হলো জেলা আদালত, জেলা পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ ল’ কলেজ, মহিলা অধিদপ্তর, জাষ্টিজ ফর অল, জেলা কারাগার। এই স্টলগুলোতে লিগ্যাল এইডের সকল কার্যক্রম সম্পর্কে জানা যাবে।

পরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিজ্ঞ জেলা জজ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা লিগ্যাল এইডের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!