• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

থাপ্পড় মেরে লাল কার্ড দেখলেন ইব্রাহিমোভিচ (ভিডিও)


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৮, ০৫:৩০ পিএম
থাপ্পড় মেরে লাল কার্ড দেখলেন ইব্রাহিমোভিচ (ভিডিও)

ঢাকা: ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে মাতেরাজ্জিকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখেছিলেন ফরাসি ফুটবলার জিনেদিন জিদান। রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই সেই স্মৃতি ফিরিয়ে আনলেন সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে এবার আর ঢুঁসো নয়, প্রতিপক্ষ ফুটবলারকে থাপ্পড় মারায় ইব্রাকে লালা কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে  দেন রেফারি।

মেজর লিগ সকারে লা গ্যালাক্সির সঙ্গে ম্যাচ ছিল মন্ট্রিয়াল ইমপ্যাক্টের। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ইব্রাকে মার্কিংয়ের দায়িত্বে থাকা ইমপ্যাক্ট ডিফেন্ডার মাইকেল পেত্রাসো পিছন হাঁটতে হাঁটতে ৩৬ বছর বয়সি সুইডিশ তারকার পা মাড়িয়ে বসেন। প্রতিক্রিয়ার পেত্রাসোর মাথার পিছন দিকে থাপ্পড় মারেন বর্তমানে গ্যালাক্সির হয়ে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

রেফারির সমবেদনা আদায়ের লক্ষ্যে দুই ফুটবলারই মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ইসমাইল এলফাত ভিডিও রিভিউয়ের আবেদন করেন। রিউিউয়ের পর রেফারি দুই ফুটবলারের জন্যই শাস্তির বিধান করেন। ইমপ্যাক্ট ডিফেন্ডার পেত্রাসোকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেও ইব্রাহিমোভিচকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফরি।

ভিডিও দেখনু:

যদিও ইব্রার না থাকা গ্যালাক্সির খেলরা প্রভাব ফেলনি। ম্যাচের বাকি সময়টা দশ জনে খেলেও ইমপ্যক্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নেয় তারা। ৭৫ মিনিটের মাথায় গ্যালাক্সির হয়ে একমাত্র গোল করেন ওলা কামারা।

২০১৬ সালে ইউরোর পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইব্রাহিমোভিচ। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দিয়েছেন এলএ গ্যালাক্সিতে। জাতীয় দলকে বিশ্বকাপে জায়গা পেতে দেখে ৩৬ বছর বয়সী ইব্রা নাকি অবসর ভেঙে ফিরতেও চেয়েছিলেন। কিন্তু ইব্রাকে ছাড়াই রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!