• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দামি মোবাইল না দেয়ায় ছেলের হাতে মা খুন


ফরিদপুর প্রতিনিধি মে ২৫, ২০১৭, ০৫:৪৫ পিএম
দামি মোবাইল না দেয়ায় ছেলের হাতে মা খুন

অভিযুক্ত ছেলে

ফরিদপুর: দামি মোবাইল, মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মা। বুধবার (২৪ মে) গভীর রাতে ফরিদপুরের ঝিলটুলীতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফাতেমা পারভীন। তিনি বিআরডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীতে ভাড়া বাসায় বসবাস করতেন তারা।  

ফাতেমা পারভীনের মেয়ে মারিয়া তামান্না জানান, দামি মোবাইল, মোটরসাইকেল কিনে না দেয়ায় তার ভাই আব্দুস সাদি মা-বাবার সঙ্গে মাঝে মাঝে খারাপ আচরণ করতো। এর সূত্র ধরে বুধবার (২৪ মে) গভীর রাতে মায়ের সঙ্গে ঝগড়া হলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছে ছেলে আব্দুস সাদি।

গুরুত্বর অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতেই ফাতেমা পারভীনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় আব্দুস সাদিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।  

কোতয়ালী থানার উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!