• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রথম ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন শুরু


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৩, ২০১৭, ০৯:৪০ পিএম
প্রথম ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন শুরু

ঢাকা: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে শুরু হয়েছে ক্লিক ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৭। এদিন পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন এলজিআরডি সচিব আবদুল মালেক। প্রথমবারের মতো আয়োজিতব্য এই টুর্নামেন্টে দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ আরএফএল গ্রুপের ব্যান্ড ক্লিক। মোট বাজেট ধরা হয়েছে পাঁচ লাখ বিশ হাজার পাঁচশত টাকা। এর সবগুলো দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। খেলা হবে সিঙ্গেল ও ডাবলসে।  প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলবেন জাতীয় দলের শাটলাররা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারি দলগুলো হলো: (১) ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি, (২) ন্যাশনাল ইউনির্ভাসিটি, (৩) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (৫) ফেনী বিশ্ববিদ্যালয়, (৬) সাউথইস্ট ইউনির্ভাসিটি, (৭) সোনারগাঁ ইউনির্ভাসিটি, (৮) ইবাইস ইউনির্ভাসিটি, (৯) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, (১০) এমসি কলেজ সিলেট, (১১) নর্থ খুলনা ডিগ্রী কলেজ, (১২) তিতুমির কলেজ, (১৩) ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক, (১৪ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (১৫) ইষ্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি, (১৬) প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি, (১৭) ঢাকা বিশ্ববিদ্যালয়, (১৮) বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, (১৯) বাংলাদেশ টেক্সটাইল, (২০) লিবারেল আর্টস বাংলাদেশ, (২১) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, (২২) কানাডিয়ান ইউনির্ভাসিটি, (২৩) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, (২৪) সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, (২৫) ওয়াল্ড ইউনির্ভাসিটি, (২৬) লিডিং ইউনির্ভাসিটি, (২৭) নটরডেম বিশ্ববিদ্যালয়, (২৮) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (২৯) মেট্রপলিটন ইউনির্ভাসিটি, (৩০) ব্রাক ইউনির্ভাসিটি, (৩১) নিউ মডেল কলেজ, (৩২) ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, (৩৩) মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ও (৩৪) সরকারি পটুয়াখালী কলেজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!