• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ শুরু


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১৫, ২০১৭, ০৪:৩৬ পিএম
ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ শুরু

ঢাকা: ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট। গত বৃহস্পতিবার ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে একটি বার্তার মাধ্যমে ঘোষণা দেয় ফেসবুক। এ প্রক্রিয়ায় শনিবার (১৫ এপ্রিল) বাংলাদেশে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে।

যোগাযোগ মাধ্যমটির কর্মকর্তা শবনম শাইক এক বার্তায় জানান, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজে প্রথমে লাইক দেয়। পরে সেসব পেজের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে বিভ্রান্তি ও নিজেদের প্রচারণা (স্প্যামিং) চালায়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয় বলে জানিয়েছেন ফেসবুকের ওই কর্মকর্তা।

শাইক আরো জানান, বাংলাদেশ, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভুয়া অ্যাকাউন্টের‌ আধিক্য দেখা গেছে।

শাইক বলেন, একজন বাস্তব জীবনে যেমন আচরণ করে ফেসবুকেও তার প্রতিফলন ঘটে। তবে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যতিক্রম। তারা স্পামিংয়েই ব্যস্ত থাকে।

উদাহরণ হিসেবে ফ্রান্সে ৩০ হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছেন শাইক।

এই পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন পেজ থেকে ভুয়া লাইকের সংখ্যা কমাতেও সক্ষম হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, এক শতাংশের মতো আক্রান্ত পেজ যাদের লাইক সংখ্যা ১০ হাজারের বেশি তাঁদের লাইকের সংখ্যা কমতে পারে। তবে তা তিন শতাংশের বেশি হবে না।

এদিকে ফেসবুকের অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা সম্পর্কে জানতেন না অনেকেই। ফলে হঠাৎ অ্যাকাউন্ট বন্ধে বেশ বিব্রতকর অবস্থায় পড়েন অনেক ব্যবহারকারী। এছাড়া ভুয়া অ্যাকাউন্ট বন্ধের ফলে হঠাৎ করেই কমে যায় অনেক পেজের লাইকের সংখ্যা।

অ্যাকাউন্ট বন্ধ হলে কী করবেন
ফেসবুক ব্যবহারকারীরা যদি এ সমস্যায় পড়েন তাহলে অবশ্যই অত্যন্ত সুক্ষ্মভাবে ফেসবুকের দেয়া নিয়মগুলো খেয়াল করতে হবে। তবে মাথায় রাখতে হবে যে- অ্যাকাউন্ট লগইন করার পর পাসওয়ার্ড দিয়ে না ঢুকতে পারলে হতাশ না হয়ে ফ্রিকুয়েন্টলি আসক্ড কোয়েশ্চেন (ফ্যাক) পেজের পাশে ‘হেয়ার’ লেখা অংশে ক্লিক করতে হবে।

নতুন পেজ আসার পর যদি নিজ অ্যাকাউন্ট নিয়ে শতভাগ নিশ্চিত হন যে- এটি ভুয়া নয়, তাহলে সাবমিট অ্যান অ্যাপিল অংশে ক্লিক করুন। এর মাধ্যমে ফেসবুক নিজের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেবে। সবঠিক থাকলে প্রক্রিয়ার মাধ্যমে ফেসবুক আপনার অ্যাকাউটন্টি ফেরত দেবে।

ফেসবুকের নতুন এ কার্যক্রমের বিষয়ে দেশীয় প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ফেসবুকে কেউ অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই ১৩ বছরের হতে হবে এবং প্রকৃত পরিচয় দিতে হবে এটাই মূল শর্ত। বর্তমান বিশ্বের জন্য এটি একটি চ্যালেঞ্জ। ইন্টারনেট ভিক্তিক সব ক্ষেত্রেই ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় দিয়ে কাজ করা উচিৎ।

তিনি বলেন, আমি মনে করি জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে যারা যেখান থেকেই ব্যবহার করছে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত না হলে এর মাধ্যমে সংগঠিত অপরাধগুলো দমন করা যাবে না।

তিনি আরো যাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে তাদের উচিৎ মোবাইল ফোন নম্বর, ভোটার আইডি বা পাসপোর্ট এর মাধ্যমে নিজ পরিচয় দিয়ে ফেসবুক ব্যবহার করা। মোবাইল নম্বরগুলো এরই মধ্যে বায়োমেট্রিক করা, তাই এর মাধ্যমে প্রকৃত পরিচয় পাওয়া যাবে।

মোস্তাফা জব্বার জানান, খোঁজ নিলে দেখা যাবে- যারা অপরাধ করছে তাদের ৯৯ শতাংশই ফেক (ভুয়া) অ্যাকাউন্ট ব্যবহার করছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!