• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বড় হতে গেলে বাধা আসবেই: শাকিব খান


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ০২:১২ পিএম
বড় হতে গেলে বাধা আসবেই: শাকিব খান

ঢাকা: ‘আমাকে একজন মানুষ একটা কথা বলেছেন। তা হলো, বড় হতে গেলে বাধা আসবেই। আর এমন একজন মানুষ এ কথা বলেছেন যে তাঁর কথার মাঝেই আমি সব উত্তর পেয়ে গেছি।’ শনিবার দুপুরে রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সময়েরে সেরা নায়ক শাকিব খান।

এ সময় শাকিব আরও বলেন ‘ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা তাতে দ্বন্দ্ব নয়, বরং দ্বন্দ্ব ভুলে সবাইকে এক হয়ে ভালো কাজ করতে হবে। নানা কারণে এখন আমাদের দেশের অনেক ছবির শুটিং দেশের বাইরে করতে হচ্ছে। তা শিল্পী থেকে শুরু করে ছবির টেকনিশিয়ানসহ সবার জন্যই ক্ষতিকর। তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। আসলে সব ঝুট-ঝামেলা হতে মুক্ত থেকে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে।’ 

এদিকে ‘রাজনীতি’ সিনেমার সংলাপে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের অটোরিকশার চালক ইজাজুল মিয়ার মুঠোফোন নম্বর ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ইজাজুল মিয়ার করা এই মামলায় ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদকেও অভিযুক্ত করা হয়।

শাকিব খান

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘খবরটি শুনে আমি খুব হেসেছি। আমি তো তখন ‘চালবাজ’ ছবির শুটিংয়ে কলকাতা ছিলাম। বিস্তারিত কিছু জানতাম না। দেশে এসে সব শুনলাম। এখনো আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। এটা আদৌ কোনো মামলার গ্রাউন্ডে পড়ে কি না, তা-ও আমার জানা নেই।’ 

শাকিব আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপ বলেছি। সেটা কার মোবাইল ফোনের নম্বর, নম্বরটা সঠিক কি না, এটা আমার দেখার বিষয় নয়। তা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আসলে ছবির প্রযোজক, পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার। এটা তাঁদের ওপর বর্তায়। আমার জায়গায় যদি অন্য কোনো হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত, তার তো কিছু করার ছিল না।’

শাকিব বর্তমানে ঢাকায় রয়েছেন। কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে অভিনয় করছেন তিনি।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!